বিনোদন

 

ভারতের মঞ্চ মাতালেন জয়া

 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পিএম


ভারতের মঞ্চ মাতালেন জয়া

ছবি: সংগৃহীত

ঢালিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভারতের মঞ্চ মাতালেন। তিনি সবসময় পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন। নিজের দেশের সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আর অভিনেত্রীর দেশপ্রেম আর অভিনয় দক্ষতা বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরা রোমাঞ্চিত হন।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। রোববার (১ ডিসেম্বর) আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রিটিকস—এই তিন ক্যাটাগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টালিউড তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও।

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে ভারতের মঞ্চে উঠেন অভিনেত্রী। জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে চড়িয়েছেন জয়া আহসান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেন জয়া। সেই ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে। কারণ জয়ার পরনে যে শাড়িটি রয়েছে, তার নকশা ও শাড়ি পরার ধরন ছিল একটু আলাদা।

ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন— আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।

তিনি বলেন, এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশ নিতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে 

সম্পর্কিত খবর

‘পরিচয় কিন্তু বাংলাদেশি, ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না’

‘পরিচয় কিন্তু বাংলাদেশি, ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না’

মান্নার ‘বিশেষ স্মৃতি’ মনে করে যে আবগেঘন বার্তা দিলেন শ্রাবন্তী

মান্নার ‘বিশেষ স্মৃতি’ মনে করে যে আবগেঘন বার্তা দিলেন শ্রাবন্তী

‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব-রাফী

‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব-রাফী

জুটি বাঁধলেন মিম-সিয়াম

জুটি বাঁধলেন মিম-সিয়াম

কলকাতায় কাজ নেই, ঢাকামুখী টালিগঞ্জের নায়িকারা!

কলকাতায় কাজ নেই, ঢাকামুখী টালিগঞ্জের নায়িকারা!

একফ্রেমে দুই খান, কেন?

একফ্রেমে দুই খান, কেন?

চাপের মুখে বোনের সঙ্গে সম্পর্ক মুছতে চাইছেন নার্গিস ফাখরি?

 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পিএম


চাপের মুখে বোনের সঙ্গে সম্পর্ক মুছতে চাইছেন নার্গিস ফাখরি?

ছবি: সংগৃহীত

রাতারাতি আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। জোড়া খুনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে আলিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর তাকে। সেলিব্রেটি হওয়ায় আলিয়ার অপরাধের সঙ্গে বোন নার্গিসের দায়ও উঠে আসছে। 

যদিও এই বিষয়ে এখনও কোনো বিবৃতি দেননি ‘রকস্টার’ খ্যাত এই অভিনেত্রী। তবু তার ঘনিষ্ঠ মহলের দাবি, নার্গিসের সঙ্গে তার একমাত্র বোনের নাকি গত ২০ বছর ধরে যোগাযোগ নেই। এতোটাই যোগাযোগ কম তাদের যে, তিনি নিজেও নাকি বোনের গ্রেফতারের ঘটনা বাকিদের মতো খবর দেখেই জানতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ৪৩ বছর বয়সি আলিয়া একজন আমেরিকান বাসিন্দা। নিউইয়র্কের কুইনস এলাকাতেই তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। আট বছরের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছিলেন না আলিয়া। সাবেক প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে মারিয়া হয়ে ওঠেন আলিয়া। 

গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। সেদিন সকালে প্রেমিকের বাড়ি গিয়ে চিৎকার করতে থাকেন আলিয়া। বলেন, আজ তোমাকে মরতেই হবে। তারপরই বাড়িতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে মারা যান আলিয়ার সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকা। 

যদিও আলিয়ার মা জানিয়েছেন, তার মেয়ে নির্দোষ। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না! এখন অপেক্ষা, নার্গিস এই প্রসঙ্গে কোনো বক্তব্য রাখেন কিনা! 

সম্পর্কিত খবর

প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া, যেভাবে সুযোগ পেয়ে যান আলিয়া

প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া, যেভাবে সুযোগ পেয়ে যান আলিয়া

‘স্ত্রী ২’ সাফল্যের পরই কেন বাবা-মা থেকে আলাদা শ্রদ্ধা

‘স্ত্রী ২’ সাফল্যের পরই কেন বাবা-মা থেকে আলাদা শ্রদ্ধা

সালমান বিবেকের বিরোধ ফের প্রকাশ্যে

সালমান বিবেকের বিরোধ ফের প্রকাশ্যে

কার জন্য শুটিং সেটে কান্নায় ভেঙে পড়েছিলেন শাহিদ?

কার জন্য শুটিং সেটে কান্নায় ভেঙে পড়েছিলেন শাহিদ?

প্রেমিককে হত্যার দায়ে গ্রেফতার, কে এই আলিয়া ফাখরি?

প্রেমিককে হত্যার দায়ে গ্রেফতার, কে এই আলিয়া ফাখরি?

কেন শুটিংয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন শাহিদ কাপুর

কেন শুটিংয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন শাহিদ কাপুর


Post a Comment

Previous Post Next Post