আইডি বিশ্ব

 

পদত্যাগে বাধ্য হলেন ইন্টেলের সিইও গেলসিঞ্জার

 

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম


পদত্যাগে বাধ্য হলেন ইন্টেলের সিইও গেলসিঞ্জার

ছবি: সংগৃহীত

চিপ নির্মাতা বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জার পদত্যাগ করেছেন। কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনায় বোর্ডের আস্থা হারানোর পর তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। তার পরিবর্তে দুই অন্তর্বর্তী সহ-সিইওকে নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির নেতৃত্ব নেওয়ার চার বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ১ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। রয়টার্স।

বোর্ডের মতে, গেলসিঞ্জারের উচ্চাভিলাষী পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি এবং কোম্পানির পুনর্গঠন যথেষ্ট দ্রুত হয়নি। গেলসিঞ্জারের প্রস্থানের পর, ডেভিড জিন্সনার এবং মিশেল জনস্টন হোলথাউসকে অন্তর্বর্তী সহ-সিইও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্টেলের শেয়ারের মূল্য এ বছর অর্ধেকেরও বেশি কমে গেছে। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য এনভিডিয়ার চেয়ে ৩০ গুণ কম। 

গেলসিঞ্জার ২০২১ সালে একটি পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যেখানে তিনি ইন্টেলকে চিপ উৎপাদনে নেতৃত্বে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তবে, তার অধীনে কোম্পানি বেশ কিছু বড় চুক্তি হারায় এবং অনেক প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়। 

ইতোমধ্যে এআই চিপ তৈরিতে নেতৃত্ব দেওয়া এনভিডিয়া ইন্টেলকে ছাপিয়ে গেছে। ইন্টেল এআই চিপ উন্নয়নে কার্যকর পণ্য সরবরাহ করতে পারেনি। বোর্ড জানিয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে কোম্পানির কার্যকারিতা পুনরুদ্ধার ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানো হবে। গেলসিঞ্জারের অধীনে ইন্টেল যে ব্যয়বহুল প্রকল্প শুরু করেছিল, সেগুলো নতুন নেতৃত্বের অধীনে মূল্যায়ন করা হবে। গেলসিঞ্জারের প্রস্থানের পর ইন্টেলের ভবিষ্যৎ কেমন হবে, তা এখন দেখার বিষয়।

সম্পর্কিত খবর

আপনার ফোন রিসিভ করতে ইচ্ছা করছে না, উত্তর দেবে এআই

আপনার ফোন রিসিভ করতে ইচ্ছা করছে না, উত্তর দেবে এআই

বড় লোকসানের মুখে ইন্টেল

বড় লোকসানের মুখে ইন্টেল

পাকিস্তানের গুপ্তচর সংস্থা যেভাবে কাজ করে

পাকিস্তানের গুপ্তচর সংস্থা যেভাবে কাজ করে

আসল ও এআইয়ের বানানো ছবির পার্থক্য জানুন

আসল ও এআইয়ের বানানো ছবির পার্থক্য জানুন

কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে?

কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে?

Post a Comment

Previous Post Next Post